মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন
দুমকী ( পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে এই প্রথম বারের মতো শিক্ষকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি শনিবার বেলা ১১ টায় দুমকী উপজেলা পরিষদ মাঠে কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে এক মিলন মেলায় পরিণত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। মিলন মেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো নূর কুতুবুল আলম।
মিলন মেলায় উপজেলার ১১টি কলেজ, ২৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২৩ মাদ্রাসা ও ৬০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী, দুমকী উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার, ইডেন মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মমতাজ সাহানারা, সিআইপি সিইও, আইপিটেক লিমিটেড দক্ষিণ সুদান ও প্রযুক্তিবিদ মো. কামরুল হাসান সাগর।
এসময় আরও উপস্থিত ছিলেন পবিপ্রবির সাবেক ডিন প্রফেসর আ. ক. ম. মোস্তফা জামান, রেজিস্ট্রার ড. সন্তোষ কুমার বসু,পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মুহা. মুজিবুর রহমান,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার রহমান, দুমকী থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান,দুমকী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।আরো উপস্থিত ছিলেন অন্যান্য নেতা গন।।
Leave a Reply