রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের শিবপুর নবীন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন সুভাষ রায়। বৃহস্পতিবার বিকেল ৪টায় স্কুলের সভাকক্ষে ব্যালটের মাধ্যমে সম্পূর্ন গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়ীত্ব পালন করেন উজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেন। ভোট গননা শেষে সুভাষ রায় ৫ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মাখম লাল রায় পেয়েছেন ৩ ভোট। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন শরীফ,কার্য নির্বাহী সদস্য সরদার সোহেল, সদস্য আহাদ হোসেন সুমন, সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খায়রুল বাশার লিটন, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান সবুজ বালী, সাতলা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ রুহুল আমিন,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরশিৎ চন্দ্র বিশ্বাস,অভিভাবক সদস্য ইউপি সদস্য মোঃ শাহীন হাওলাদার, দুলাল শেখ,বিমল বৈদ্য,উত্তম বাড়ৈ,সুফিয়া বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
Leave a Reply