রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা গ্রামে মোবাইলে সেলফি তোলা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত-২ জন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়ন ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের
সপ্তম শ্রেণীর ছাত্র মালিকান্দা গ্রামের ইলিয়াস উদ্দিন নাসিরের ছেলে নাবিল আহম্মেদ (১৬) ও জামিল সরদারের ছেলে মোঃ সিফাত উল্লাহ(১৬)
তাদের নিজ মোবাইল ফোনে সেলফি তোলার সময় একই স্কুলের দশম শ্রেণীর ছাত্র নরসিংহা গ্রামের মোঃ ফারুক হাওলাদারের ছেলে মোঃ তামিম হাওলাদার (১৭)
এর ছবি নাবিলের মোবাইলের সেলফিতে আসলে উভয় পক্ষের মধ্যে কথার কাটাকাটি হয়।
এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।ৎএতে নাবিলের নিলাফুলা জখম ও তামিমের কানের পাশে গুরুত্বর কাটা রক্তাক্ত জখম হয়।
স্থানীয় লোকজন নাবিল ও সিফাত উল্লাহকে ওই এলাকার শাহজাহান সিরাজ নামের ব্যবসায়ীর সিমেন্টের দোকানে আটক করে থানা পুলিশকে অবহিত করে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আহত তামিমকে স্থানীয় বাজারের ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
স্থানীয়রা জানান, তামিমকে ছুরিকাঘাত করা হয়েছে।
এ ব্যপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান,
অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply