মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ঝালকাঠি জেলার নলসিটি থানা দিন ২ নং মগর ইউনিয়নের দক্ষিণ মগর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে স্বামী ও স্ত্রীকে এলোপাথারি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত যখম করেছে প্রতিপক্ষরা।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ৩ টায় হাওলাদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
আহতদের নাম সেলিম আহমেদ ও শাহনাজ বেগম তারা উভয়ই দক্ষিণ মগর গ্রামের বাসিন্দা।
আহত সেলিম ও শাহনাজকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শাহনাজ জানান বেশ কয়েক বছর যাবত সোহাগদের সাথে জমিজমা নিয়ে বিরোদ চলে আসছিল,
তারই সূত্র ধরে ঘটনার কয়েক দিন আগে শাহনাজের বড় মেয়ে তাদের লাগানো একটি আম গাছ থেকে কয়েকটি আম পেড়ে বাড়ির সকল ছেলে মেয়ে উভয় মিলে ভাগাভাগি করে খায়।
তা নিয়ে সোহাগরা গালিগালাজ করে, এতে জিজ্ঞাসাবাদ করতে গেলে ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে সোহাগ,
মিলন ও ফাতেমা সহ ২/৩ জান মিলে দা ও লাঠিসোটা দিয়ে এলোপাথারী কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।
তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।
Leave a Reply