মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে চাঁদার দাবিতে মাছের ঘেরসহ পোল্টি খামারে হামলা চালিয়ে কোটি টাকা ক্ষতিসাধনের মামলার আসামী ইউনিয়ন চেয়ারম্যানসহ দুই আসামীকে জেলে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে মামলার ৫ আসামী জামিনের প্রার্থনা করেন।
জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহফুজুর রহমান দুই জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন বলে আইনজীবী মুজিবুর রহমান জানিয়েছেন।
জেলে যাওয়া মোঃ শাহিন হাওলাদার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন চেয়ারম্যান।
অপরজন হলেন ইউপি চেয়ারম্যানের চাচাতো ভাই ইলিয়াস হাওলাদার।
চেয়ারম্যান শাহীন হাওলাদার সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক।
জামিন পাওয়া মামলার তিন আসামী হলেন-সোহেল হাওলাদার, কাইয়ুম ভাট্টি ও শাওন ভাট্টি।
মামলার বরাতে এ্যাড. মুজিবুর রহমান জানান, সাতলা ইউনিয়নের পশ্চিম সাতলা গ্রামের বাসিন্দা ইদ্রিস হাওলাদারের মাছের ঘের, পোল্টি খামার, ফিড, মেডিসিন ও কীটনাশকসহ বিভিন্ন ব্যবসা রয়েছে।
ইদ্রিস হাওলাদার পশ্চিম সাতলা গ্রামে নতুন একটি মাছের ঘের করার কাজ শুরু করেন।
তখন ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদারের নেতৃত্বে আসামীরা এক কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় বিভিন্ন সময় হুমকি দেয়।
গত ১৬ মার্চ গভীর রাতে আসামীরা দেশীয় অস্ত্র, কেরোসিন ও পেট্রোল নিয়ে মাছের ঘেরে হামলা করে। তারা ঘেরে বিভিন্ন মুল্যবান মালামাল কুপিয়ে ও আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করে।
খবর পেয়ে হামলাকারীদের ধাওয়া করলে তারা ব্যবহৃত মাইক্রোবাস ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মাইক্রোবাস উদ্ধার করে। এ ঘটনায় ১৮ মার্চ বাদী হয়ে ইদ্রিস হাওলাদার উজিরপুর মডেল থানায় মামলা করে।
মামলার আসামী হিসেবে উচ্চাদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেয়। জামিন শেষে পাঁচ আসামী আদালতে হাজির হলে দুই জেলকে জেলে পাঠিয়ে ৩ জনের জামিন মঞ্জুর করেন। মামলায় নামধারী অন্য ৭ আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করেছে।
Leave a Reply