মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদঃ বরিশাল জাগুয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড চন্ডিপুরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত তিনজন গত ৮ জুন ২৪ রোজ বৃহস্পতিবার বিকাল পাঁচটায় এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায় মোঃ শাফিন ইসলাম শাওন ১ নং ওয়ার্ড জাগুয়া ইউনিয়ন চন্ডিপুরের আবুল কালাম এর ছেলে তার
ক্ষেতের ভিতরে একই ওয়ার্ডের মোহাম্মদ কামরুল হাওলাদার পিতা ইউনুস হাওলাদার তাদের গরু প্রায়শই শাওনদের ক্ষেতের ফসল খেয়ে ফেলেন।
এতে শাওন ও তার পিতা প্রতিবাদ করলে লোকজন লাঠি সোটা দেশিয় অস্ত্রসহ আক্রমণ করে বসেন কামরুল রাকিব ইউনুস হাওলাদার সহ আরো অনেকে এতে শাওন শাওনের পিতা মাতা গুরুতর আহত হন শাওনকে তার মা চিকিৎসার জন্য নিয়া যাইতে চাইলে পথিমধ্যে পুনরায় আক্রমণ করে বসেন প্রতিপক্ষরা এতে শাওনের হাতের আঙ্গুল ও কবজি কেটে যায় এমনকি তাদের দোকানও ভাংচুর করে ফেলেন তারা।
এসময় ১ নং ওয়ার্ডের মেম্বার সুজন উপস্থিত ছিলেন সূত্রে জানা যায় সদর উপজেলা নির্বাচনে এই শাওন মোটরসাইকেল প্রার্থীর মাইকিং করেছিলে বিদায় তার
উপরে ক্ষিপ্ত প্রতিপক্ষরা সূত্রে আরো জানা যায় শাওনের মাতা উপায়ান্তর না দেখে
৯৯৯ ফোন করে ঘটনা স্থলে পুলিশ নেন পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন এই ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন কোতোয়ালি থানায়।
এ ব্যাপারে সুজন মেম্বার কাছে জানতে চাইলে তিনি মিডিয়া কর্মীদের সাথে ভালো ব্যবহার করেননি তিনি সহ সবাই ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়া ও প্রাণনাশের হুমকি দেন তাদের ভয়ে ভুক্তভোগী পরিবার মিডিয়াকর্মীদের সাক্ষাৎকার দিতে ভয় পান শাওনের মা বলেন আপনাদের যদি সত্য ঘটনা বলি আমরা এলাকায় থাকতে পারবো না ওরা দলে ভারী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত।
ভুক্তভোগী শাওন ও তার মা বর্তমানে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাটাল পাঁচ তলায় সার্জারি ওয়ার্ড ইউনিট ১ এ ভর্তি রয়েছেন। তারা এলাকার গণ্যমান্য ব্যক্তি সুশীল সমাজ ও প্রশাসনের কাছে সুস্থ বিচার পাইতে পারেন তার আবেদন জানিয়েছেন।
Leave a Reply