মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বরিশাল নগরীর মুন্সি বাড়িতে জমি বিরোধে পূর্ব শত্রুতার জেরে দৃষ্টি প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলা চালিয়েছে প্রতিপক্ষরা।
এ সময় বাড়ি ভাঙচুর, আসবাবপত্র লুটপাট ও ভাঙচুর, পালক পশুপাখি সহ প্রায় ৮ লক্ষ টাকার মালামাল লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। শুধু তাই নয়, হামলা-লুটপাটের পর উল্টো ভুক্তভোগী পরিবার হামলার শিকার হন।
গত মঙ্গলবার (৬ আগষ্ট) দুপুরে দুই দফায় ১৩ নং ওয়ার্ড কালুখান বাড়ি সড়ক মুন্সি বাড়ির প্রতিবন্ধী আসলাম সিকদারের বাড়িতে ঘটনাটি ঘটে।
সরজমিনে গিয়ে ভাঙচুরের চিত্র দেখা যায়।
ভুক্তভোগী প্রতিবন্ধী আসলাম সিকদার জানায়, দীর্ঘদিন আমাদের সাথে বসতবাড়ীর জমি নিয়ে বিরোধ চলে আসছে।
এ নিয়ে বরিশাল জেলা জজ কোর্টে মামলা চলমান রয়েছে (মামলা নং-২২৪/২০১৭)। চলমান সংকট পরিস্থিতিতে কঠোর আইন প্রশাসনের তৎপরতা না থাকার সুযোগে চিহ্নিত সন্ত্রাসী সুজন সিকদার মাজেদ তার আত্মীয় স্বজন নিয়ে হাতে থাকা দেশীয় অস্ত্র, রড, দা-কিরিচ দিয়ে অতর্কিতভাবে হামলা চালায়।
বাধাগ্রস্ত করলে হামলার শিকার হন, প্রতিবন্ধী আবেদ আলী সিকদার, তার ভাই আসলাম সিকদার, আসেদ আলী সিকদার, অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী সনিয়া আক্তার, এসএসসি পরিক্ষার্থী ফারজানা আক্তার, এইচএসসি শিক্ষার্থী ইরুপ, ৫ম শ্রেনীর শিক্ষার্থী তানভীর।
পরবর্তীতে দিশেহারা হলে সেনাবাহিনীর দারস্থ হয়ে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ততক্ষণে সেনাবাহিনী ঘটনাস্থলে মোতায়েন করে পরিস্থিতি শান্ত করেন।
আহত ব্যক্তিদের তথ্যমতে হামলাকারীরা হলো, সুজন সিকদার মাজেদ, মাসুদ সিকদার, জুবায়ের সিকদার, শাহিন সিকদার, শুভ, অপি, পুতুল বেগম, শখি বেগম, পলি আক্তার, মিনারা বেগমসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জন।
হামলাকারী সুজন সিকদার মাজেদের কাছে জানতে চাইলে তিনি বিএনপির কর্মী পরিচয় দিয়ে বলেন, দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলে আসছে বাড়ির ভিতর। আমি ওখানে জায়গা পাবো, আমাকে তা বুঝিয়ে দেয়া হচ্ছেনা।তাই দখল করতে গেছিলাম। কোর্টে মামলার বিষয় জানতে চাইলে তিনি অস্বীকার করেন।
এ বিষয়ে বিএনপির বিজ্ঞ নেতারা বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ নৈরাজ্য, হামলা, লুটপাট করে থাকলে এটা দল দায় নিবেনা। কেউ যদি ট্যাগ লাগিয়ে নিজের স্বার্থ হাসিলের সুযোগে অসহায় পরিবারের উপর কোনো আক্রমণ চালায় তাহলে তাকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে।
Leave a Reply