মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
৭ই আগস্ট দুপুর ১২টার সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও বিপ্লবী সাধারণ সম্পাদক জি, এম শাহাবুদ্দিন আজম এ শপথ বাক্য পাঠ করে সকলকে শপথ গ্রহণ করান।
এ সময় উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান লিটন, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক শিমুল চৌধুরি, গোপালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সদস্য আকবর মোল্লা, কাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম কবীর, সাধারণ সম্পাদক মো. আলিমুজ্জামান বিটু, মাহামুদ সিকদার, জেহাদ হোসেন, প্রচার সম্পাদক টিটো বৈদ্য, কামরুল হাসান মিলটন, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক
শেখ আজিজ, তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ শিহাব মোল্লা,দপ্তর সম্পাদক গাজী প্রিস, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মিঠু, সাইফুল সিকদার,
রাজিব নকিব,জেলা যুবলীগের সভাপতি, নাজিম সিকদার(কমিশনার), জেহাদ হোসেন, ,যুবলীগের সভাপতি জাহেদ মাহামুদ বাপ্পি, সাধারণ সম্পাদক ফিরোজ, সাংগঠনিক সম্পাদক( ১)মাহমুদ রাসেল, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাসান লিয়ন, কমিশনার কালু, কমিশনার আল-আমিন সিকদার কুটু, শহর যুবলীগের সভাপতি মাহামুদ হাসান জামাল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পিয়াল, সভাপতি নিউটন মোল্লা সাধারণ সম্পাদক আমির হামজা, বিপ্লবী সাংগঠনিক সম্পাদক তাজ সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
এ সময় আরো উপস্থিত ছিল, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, যুবলীগ সাধারণ সম্পাদক বি,এম মাহামুদ হক সহ আরো অনেকে।
তার টুঙ্গিপাড়ায় জাতির জনক এর সমাধির সামনে দাঁড়িয়ে শপথ নেন যে, আজ দেশে যা ঘটেছে বাংলার মানুষ তা দেখেছে তাই গণ-আন্দলোনকে সামনে রেখে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে স্ব-সম্মানে দেশে ফিরিয়ে আনবো, জাতির পিতার কবর সামনে রেখে আবারো শপথ করিতেছি যে কেউ ঘরে ফিরে যাবো না, আজ থেকে এই জাতির পিতার সমাধি, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তি যোদ্ধা ও সচেতন নাগরিক ও সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে বঙ্গবন্ধুর সমাধি অক্ষত রাখবো, তাই আমরা আজ থেকে এই কবরকে সামনে রেখে ব্যক্ত করছি আমরা যতদিন পর্যন্ত ন্ত শেখ হাসিনা ও শেখ রেহেনাকে দেশে ফিরে না আসবে আমাদের এক বিন্দু রক্ত থাকতে এই সমাধি ছেড়ে আমরা কেউ জাবনা শেষে তারা পরম করুনাময় আল্লাহর নামে শপথের সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply