মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৩ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়াকোঠা ইউনিয়ন শাখার উদ্যোগে সুধী সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ই আগষ্ট) বিকালে দীর্ঘ একযুগ পর প্রকাশ্যে বড়াকোঠা ইউনিয়ন পরিষদের সামনে এই সুধী সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়। বড়াকোঠা ইউনিয়ন শাখার সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার সুরা সদস্য অ্যাড. মোঃ আজম খান। এ সময় উপস্থিত বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের জন্য দোয়া করে বলেন, হাজারো শিক্ষার্থীর প্রাণের বিনিময়ে এবং লাখো শিক্ষার্থীর সীমাহীন ত্যাগের ফলে বাংলাদেশ পুনরায় স্বাধীন হয়েছে। এছাড়া চলমান নৈরাজ্যের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী প্রতিহিংসা ও নৈরাজ্যে বিশ্বাস করে না।
বরং জামায়াতে ইসলামীর সদস্যরা অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান ও বাড়ি ঘরের সার্বিক খোঁজখবর নিয়েছে এবং তাদের নিরাপত্তার জন্য সার্বিক সহযোগিতা করে আসছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর উত্তর শাখার সভাপতি আনোয়ার হোসেন,
উজিরপুর উপজেলা সভাপতি মাওঃ কাওসার হোসেন, বরিশাল জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল কাদির প্রমুখ।
সবশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের জন্য ও তাদের পরিবারের সার্বিক কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply