মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দুমকী উপজেলার কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা দুমকির বিভিন্ন স্থানে
পরিষ্কার-পরিচ্ছন্ন ও ট্রাফিকের দায়িত্ব পালন করে সৃঙ্খলা বজায় রাখছে।
১০ আগষ্ট শনিবার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায় বিভিন্ন বিদ্যালয় ও কলেজের কোটা বিরোধী
আন্দোলনের ছাত্র/ছাত্রীরা, লেবুখালী, দুমকী, থানাব্রীজ, বোর্ড অফিস সহ বিভিন্ন স্থানে একতা বদ্ধ
হয়ে সৃঙ্খল ভাবে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ, ট্রাফিকের দায়িত্ব পালন করে আসছে ৯ ও ১০ আগষ্ট
বিরতিহীন ভাবে।
জনতা কলেজের শিক্ষার্থী ফাহিমের নেতৃত্বে হাসান, রাইয়ান, ইয়াছিন, সাইফুল,
নাঈম, জিয়া, সৌরভ, হানিফ, ঈসা, নয়ন, বৃষ্টি, সুমাইয়া, ঐশী, মুক্তা, লিয়া, রিয়াদ, রাকিব,
আতিক এরা বিরতিহীন ভাবে দিন-রাত দেশের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।
এরা জানায়
আমরা বাজার ও মনিটরিং করব, যাতে বাজার দর ক্রয় ক্ষমতার নাগালে থাকে। সিন্ডিকেট ভাংতে
হবে বলে ও জানান।
Leave a Reply