মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা দিন কলসকাঠী ইউনিয়নের বেবাজ গ্রামে জমি জমা বিরোধ এক বৃদ্ধাকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। রবিবার (১১ আগস্ট) বেলা শোয়া ১২ টায় বরিশাল ডিসি কোর্টের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহতের নাম মোঃ নুরুল আলম জাহিদ তিনি হলেন বেবাজ গ্রামের বাসিন্দা মৃত মোঃ আনসার উদ্দিন শরীফের ছেলে।
আহত নুরুল আলম জাহিদ কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জাহিদ জানান তার পৈত্রিক সম্পত্তির পাশে ২০০৩ সালে ৪ শতাংশ জমি ক্রয় করেন সেই জমির উপর ঘর নির্মাণ করতে গেলে সাইফুল(পিতা মো: ইউসুফ মাঝি) ও তার মা তাতে বাধা প্রদান করে ও জাহিদের নামে একটি বাঘবন্টন ও বাটোয়ারা মামলা দায়ের করে কিন্তু সেই মামলার রায় চাহিদই পান।
এতে করে সাইফুল ইসলাম আরও বেপরোয়া হয়ে তাকে বিভিন্ন সময় হত্যা ও গুম খুনের হুমকি দিয়ে ও মামলার ভয় দেখিয়ে আসছেন। ঘটনার দিন সকালে জাহিদ বরিশাল এডিসি কোর্টে তার নামে কোন মামলা হয়েছে কিনা জানতে গেলে সাইফুল জাহিদকে একা পেয়ে হত্যার উদ্দেশ্যে আরও ২/৩ জনকে সঙ্গে নিয়ে হত্যার উদ্দেশ্যে কিল ঘুসি ও দেশীয় অস্ত্র দিয়ে এলো পাথারি পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।তার ডাক চিৎকার শুনে আশে পাশের লোকজন ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।
বাংলাদেশ জনপদ
Leave a Reply