মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে পালাক্রমে শিশু ধর্ষন অতপর থানায় মামলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রধান সড়কের পাশে সরকারি জায়গা দখল, এলাকা বাসীর মাঝে উত্তেজনা আশুলিয়া যৌথ বাহিনীর অভিযানে জেলা কৃষক দলের সদস্য সচিবসহ আটক ৮ রাজাপুরে জমি জমা বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ গণঅধিকার পরিষদ গনমানুষের অধিকার আদায়ের দল গৌরনদীতে -ভিপি নুর উজিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গন-সমাবেশ অনুষ্ঠিত  উজিরপুরে জোড়া খু*নের ঘটনায় প্রধান আসা*মী কিবরিয়া র‍্যাব এর হাতে গ্রেফ*তার  পটুয়াখালীর বাউফলে ইউপি প্যানেল চেয়ারম্যান পদ নিয়ে বিএনপির দুই গ্রুপে মারামারি নলছিটির দপদপিয়ায় বিএনপি নেতা রিমনের চাদাঁবাজী-দখল বানিজ্যে অতিষ্ঠ সাধারন মানুষ উজিরপুর ব্লাড ডোনেট ক্লাবের কমিটি গঠন, সভাপতি ইসমাইল, সম্পাদক জহিরুল
ভারতে চিকিৎসক ধর্ষণ ও খুন : রাবি শিক্ষার্থীদের প্রতিবাদ

ভারতে চিকিৎসক ধর্ষণ ও খুন : রাবি শিক্ষার্থীদের প্রতিবাদ

রাবি প্রতিনিধি: ভারততে নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে রাজপথে নেমে আসা ভারতীয়দের প্রতি সংহতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীরা গনসংহতি ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

 

কর্মসূচিতে ১ মিনিট নীরবতা পালন ,কবিতা-গান পরিবেশনসহ ‘জাস্টিস ফর মৌমিতা’, ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর র‌্যাপিস্ট’ বলে স্লোগান দেন শিক্ষার্থীরা।

 

কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, আসলে আমরা এখানে ব্যাথিত মন নিয়ে এসেছি।একজন ডাক্তার যিনি মানুষের সেবা করে ৩৬ ঘন্টা মানুষের সেবা করার পর যখন সে ক্লান্তি নিয়ে বিচানায় একটু ঘুমাতে গেছে ঠিক সেই মহুর্তে তার ওপর কিছু পশু, কিছু বর্বর তার ওপর যে পাশবিকতা চালিয়েছে, তাকে ধর্ষণ করেছে,তাকে খুন করেছে এটি কোন মানব সমাজের জন্য চরম অপমানের বলে আমি মনে করি।

মৌমিতা, সে একজন ডাক্তার,সে একজন মানুষ আমরা এই গ্লোবাল ভিলেজে সবাই সবার জন্য।

 

তিনি আরো বলেন- আজকে আমাদের দেশে সন্তানেরা যখন বৈষম্যবিরোধী আন্দোলন কওে আমাদের রক্তের দাগ মিশেনি তখন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমাদের বিবেককে নাড়া দিয়েছে।আমরা ভারতের জনগণের দাবির সাথে একাত্মতা জানাতে এসেছি।

ইন্ডিয়াসহ বাংলাদেশে যে ধরণের ধর্ষণের ঘটনা ঘটেছে, আমরা জানি তনু হত্যা একটি উল্লেখযোগ্য ঘটনা এর বিচারও আমরা দাবি করছি। বিগত সময়ে যে ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘটেছে আমরা তার বিচার চাই।

 

সমাপনী বক্তব্যে বৌষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক গোলাম কিবরিয়া মিশু বলেন, বৈষম্য, অবিচার পৃথিবীর যেখানেই আমাদের রাজপথে দাঁড়াতে হবে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, পৃথিবীর যে প্রান্তেই অন্যায়, অবিচার, ফ্যাসিজম, সৈরাচার থাকবে আমরা সে দেশের মানুষের ন্যায় সঙ্গত আন্দোলন সংগৃরামের সাথে সংগতি জানিয়ে সবসময় আমাদের রাজপথে নেমে আসতে হবে। এই অভ্যাস যতদিন পর্যন্ত আমরা না করতে পারব, ততদিন পৃথিবী থেকে অন্যায় অবিচার যাবে না।

 

এছাড়াও কর্মসূচিতে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান মুন্না ও সানজিদা ঢালি। কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

এর আগে, গত বৃহস্পতিবার (৮ আগষ্ট) ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিক্যাল কলেজের স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও খুন করে বলে গণমাধ্যমে জানা যায়। পরদিন শুক্রবার (৯ আগষ্ট) দুপুরে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে সেমিনার হল থেকেই মৌমিতা দেবনাথের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ জনপদ

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories