মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন
ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের ঘটনায় দুই শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার (ছাত্রত্ব বাতিল) করা হয়েছে। বাকি একজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।
শৃঙ্খলা কমিটির সুপারিশে আজ সন্ধ্যা ৭টায় ৮৬তম বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। নির্যাতিত ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুকুল আহমেদ। শাস্তির বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিহাব উদ্দিন পাটোয়ারী রিফাত, তানজিদুল হক মঞ্জুর এবং একই বিভাগের ২০২০- ২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহাদ খান রাফি।
উল্লেখ্য, ২০২৩ সালের ১২ অক্টোবর বঙ্গবন্ধু হলে ৪০১৯ নম্বর কক্ষে ডেকে নিয়ে রাতভর নির্যাতন করে বাঁ হাত ভেঙে দেওয়া হয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুকুল আহমেদকে।
পরে তাকে শেরে বাংলা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। ১৫ অক্টোবর প্রক্টর ও বিভাগের চেয়ারম্যান বরাবর অভিযোগ দেয় মুকুল। গত ১৭ই আগস্ট ২০২৪ অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত ও সুপারিশের আলোকে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। সভায় সিন্ডিকেটের অন্যান্য সদস্যগণ জুম অ্যাপের মাধ্যমে অনলাইনে যুক্ত ছিলেন।
বাংলাদেশ জনপদ
Leave a Reply