মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধিঃ গৌরনদীর সরিকলে দিনমজুর ভ্যানচালকের উপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত যখম করার ঘটনায় থানায় অভিযোগের প্রস্হতি চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভ্যানচালক গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মোঃ লুৎফর বালির পুত্র ভ্যান চালক মোঃ শাহীন বালী (৩০)।
দিন মজুর শাহীন জানায়, প্রতিদিনের ন্যায় পেটের দায়ে ২০ আগষ্ট
মঙ্গলবার সন্ধ্যায় তার এলাকা থেকে নিজস্ব ভ্যানে যাত্রী নিয়ে সরিকল বন্দরে
পৌছালে জাফর বেকারির সম্মুখে পৌছালে আকর্ষিক ভাবে স্হানীয় সুমন কাজী,
পনির মৃধা, রাজন মৃধা, খোকন মৃধা সুমন মৃধা সহ ১৫/২০ জন লোক এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত যখম করে।
এতে তিনি (শাহীন) মাটিতে পরে গেলে স্হানীয়রা উদ্ধার করে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এ বিষয় অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি জানিয়েছেন ভুক্তভোগী ভ্যান চালক শাহীন বালি সহ তার অসহায় পরিবারের লোকজন।
Leave a Reply