মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে মেজর এম এ জলিল স্মৃতি সংরক্ষন কমিটি গঠিত হয়েছে।
২৫ আগষ্ট রবিবার বেলা ১১ টায় উজিরপুর প্রেসক্লাবের সভাকক্ষে আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়।
আলোচনা সভায় শিক্ষক মোঃ মজিবুর রহমান এর সভাপতিত্বে বক্তৃতা করেন সাবেক সিভিল সার্জন ডাঃ আঃ রহিম, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ বাদল, দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন বাচ্চু ফকির, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা এম জাকারিয়া, আলমগীর হোসেন, সমাজসেবক মোঃ শিরাজ উদ্দিন সিকদার, আবুল কালাম মাষ্টার।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় বক্তারা, মেজর এম এ জলিল কে বীর উত্তম খেতাবে ভূষিত করার দাবি জানান।
এছাড়াও বিভিন্ন কর্মসূচি পালন করার আশাবাদ ব্যক্ত করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে মেজর এম এ জলিল স্মৃতি সংরক্ষণ উজিরপুর উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
আহবায়ক নির্বাচিত হয়েছেন মোঃ আবুল কালাম আজাদ বাদল।
যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বাচ্চু ফকির,সদস্য সচিব ডাঃ আঃ রহিম, যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা এম জাকারিয়া, আলমগীর হোসেনসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
উপস্থিত অতিথি বৃন্দ বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
বাংলাদেশ জনপদ
Leave a Reply