মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ দেশের চলমান বন্যা পরিস্থিতিতে অসহায় মানুষদের আর্থিক সহায়তায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযু ক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের একদিনের বেতনের সমপরিমাণ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
শনিবার বেলা ১১টায় পবিপ্রবি’র শিক্ষক সমিতির এক সাধারণ সভায় উক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভার শুরুতে বন্যার্তদের দূর্যোগ লাঘবে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া ও প্রার্থনা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
পরে বন্যার্তদের আর্থিক সহায়তায় পবিপ্রবি’র শিক্ষকদের একদিনের বেতনের সমপরিমাণ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
তবে ওই টাকা দেওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষকের দ্বিমত থাকলে রবিবার সকাল ১০টার মধ্যে সমিতিকে জানানোর জন্য অনুরোধ করা হয়।
আগ্রহী শিক্ষকদের দেওয়া অর্থ রবিবার প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল জমা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সভায় জানানো হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, পবিপ্রবি’র শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর জেহাদ পারভেজ, সাধারণ সম্পাদক প্রফেসর ড.মো. আসাদুজ্জামান মিয়া প্রমুখ।
এব্যাপারে পবিপ্রবি’র শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর জেহাদ পারভেজ এ প্রতিনিধি কে বলেন, সকল শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় ৯ লক্ষাধিক টাকা বন্যার্তদের আর্থিক সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বাংলাদেশ জনপদ
Leave a Reply