মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৯ পূর্বাহ্ন
বিএম বেলাল, গৌরনদী প্রতিনিধিঃ বরিশালের গৌরনদীতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন।
সোমবার দুপুরে গৌরনদী বন্দরে র্যালি পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যের তিনি বলেন,
ধর্ম যার যার মানবতা সবার। সদ্য সাবেক স্বৈরাচারী সরকারের দোষররা বসে নেই। তারা একের পর ষড়যন্ত্র করেই যাচ্ছেন।
তারা আমাদের মধ্যে সাস্প্রদায়িক বিভেদ তৈরি করতে মরিয়া হয়ে উঠেছে। রাতের অন্ধকারে ওইসব ষড়যন্ত্রকারীরা মন্দির, মসজিদসহ
অন্যান্য ধর্মীয় উপসানালয়ে আক্রমন করে দেশের মধ্যে অস্থিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়।
আপনারা প্রতিটি মন্দির ও ধর্মীয় উপসনালয়কে পাহাড়া দিয়ে রাখবেন। সবচেয়ে জঘন্য হচ্ছে ধর্মের ভিত্তিতে ভাগাভাগি করার চক্রন্তাকারীরা।
যারা হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রীষ্টানদের আলাদাভাবে ভাগ করতে চায় তারা হলেন মানবতার শত্রু।
এ সময় নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে করে সাবেক এ সংসদ সদস্য বলেন, আমাদের দলের মধ্যে যারা ভুলভ্রান্তি পদক্ষেপ নেয়।
তাদেরকে সতর্ক করে বলতে চাই, বিগত ১৫ বছরে আওয়ামী লীগের ভুলের কারনে আজ তাদের করুন পরিণতি ভোগ করতে হয়েছে।
শেখ হাসির ভুলের কারনে আওয়ামী লীগ শুধু নিজেই ডুবে নাই অন্যান্য নেতা কর্মীদেরও ডুবিয়েছে।
তাই আমাদের কোন ভুলের কারনে যদি জনগনের আশা-আকাঙ্খা ক্ষতিগ্রস্থ হয় সে বিএনপির কর্মী হলেও তাকে ছাড় দেওয়া হবেনা।
এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব,
সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, সফিকুর রহমান শরীফ স্বপন, দুলাল রায় দুলুসহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে র্যালিতে সনাতন ধর্মের সহস্রাধিক অনুসারীরা অংশগ্রহন করেন।
এরপরে একই দিন বিকালে টরকী বন্দর বনিক সমিতির সাবেক সভাপতি শাহজাহান শরিফের সভাপতিত্বে বন্দর ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শরীফ সাহাবুব হাসান, জাকির শরীফ, ব্যবসায়ী ভজন কুন্ডু, শিশির কুমার কুন্ডু প্রমুখ।
বাংলাদেশ জনপদ
Leave a Reply