মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন
কে এম সোহেব জুয়েল, বিশেষ প্রতিনিধিঃ মানুষ মানুষের জন্য দল-মত নির্বিশেষে আসুন সকলে মিলে-মিসে বন্যার্থ বানভাসি মানুষের পাশে দাড়াই…এই স্লোগানে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি ও এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিঃ এর সৌজন্যে ত্রাণ বিতরণ চলমান কার্যক্রমে ২৬ আগষ্ট ২০২৪ সোমবার সকাল ৭.৩০মিঃ BPBS এর হেড অফিস আফতাবনগর,
ঢাকা থেকে দ্বিতীয় বার পানিবন্দি ক্ষতিগ্রস্ত অসহায় বন্যার্তদের মাঝে জরুরী খাদ্য সামগ্রী, ঔষধ, পরিধেয় বস্ত্র সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদী নিয়ে তিনটি টিমে বিভক্ত হয়ে লক্ষীপুর ও ফেনি জেলায় ত্রাণ বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান, পরিচালক পর্ষদের সহ-সাধারণ সম্পাদক আর কে মন্ডল (রবিন),
শহীদুল ইসলাম, এম এস রানা, মাশরাফি বিন ইউনুস, রুপম কুমার মন্ডল, মিসেস পারভীন আক্তার নিলা, বক্সার জয়নুল ইসলাম জয় সহ একদল বক্সার ও ছাত্র প্রমূখ্য।
বাংলাদেশ জনপদ
Leave a Reply