মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:১২ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের শিকারপুর বন্দর স্টল ঘরে ২৭ আগস্ট মঙ্গলবার বিকেল ৩ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন এর উদ্যোগে শাখা সভাপতি মাওলানা মোঃ সাব্বির রহমানের সভাপতিত্বে
ও মাওলানা মোঃ রিয়াজুল ইসলাম এর সঞ্চালনায় বৈষম্য বিরোধী আন্দোলনে বীর শহীদদের গ্রহের মাগফেরাত,
অসুস্থদের সুস্থতা ও বন্যাদুর্গত এলাকায় দুর্যোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও বরিশাল জেলা সেক্রেটারি জননেতা উপাধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম সাহেব।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে সমাজ ও রাষ্ট্র থেকে সকল প্রকার বৈষম্য দূর করতে চাই।
এ সময় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রস্তাবকৃত ৯ দফা দাবি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে PR পদ্ধতি নিয়ে আলোচনা পেশ করেন।
উক্ত দোয়া ও আলোচনা সভায় দোয়া মোনাজাত পরিচালনা করেন শিকারপুর বন্দর জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ আবু বকর সাহেব।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ শাহ আলম,
সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল হক, জয়েন সেক্রেটারি মুফতি আব্দুল আজিজ, মুজাহিদ কমিটির উজিরপুর উপজেলা সাধারণ সম্পাদক মাস্টার মোঃ আলাউদ্দিন খান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ডিএম আল আমিন,
উজিরপুর উপজেলা আহ্বায়ক মাওলানা মোঃ তাওহীদুল ইসলাম, উপজেলা সদস্য সচিব হা. মাওলানা মোঃ আরিফুল ইসলাম,
ইসলামের ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ মাসুদুর রহমান,
উপজেলা প্রশিক্ষণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম শাওন, শিকারপুর মারকাজুল কারিম কওমি মাদ্রাসার মুহতামিম মুফতি মোহাম্মদ সানাউল্লাহ,
শিকারপুর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মোঃ বেলাল হোসেন, মুজাহিদ কমিটি শিকারপুর ইউনিয়ন সদর মোহাম্মদ বাচ্চু খানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জনপদ
Leave a Reply