মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নে বিএনপি নেতার হামলায় ২ নং কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে বারোটায় বাবুগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহতকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। আহতের নাম নূরে আলম বেপারী সে ওই গ্রামের বাসিন্দা মৃত আব্দুল রশিদ এর ছেলে ও ২ নং কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান।
আহত নূরে আলম জানান, ঘটনার দিন মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদের মিটিং শেষ করে বের হয়।
পরিষদের সামনে ওৎ পেতে থাকা বিএনপি নেতা মুসা আলী, লুৎফর রহমান,রাজিব ও সেলিম সহ অজ্ঞাত আরো ৫০-৬০ জন সন্ত্রাসী রামদা এবং হকিস্টিট দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়।
এ সময় তার মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সেখানের চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ঘটনার পর থেকে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে নূরে আলম আরও জানান, ঘটনার দিন মুসা আলী স্থানীয় লোকজন দিয়ে মাইকিং করিয়ে লোকজন ডেকে তার উপর হামলা চালায়।
এছাড়া আমিও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ডূগছি। তারা বিভিন্নভাবে আমাদের হুমকি দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এ ব্যাপারে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।
বাংলাদেশ জনপদ
Leave a Reply